Term-conditions

আসসালামু আলাইকুম ,
সবগুলো থিম ও প্লাগিন অরিজিনাল হওয়ায় একটিভ করে দেওয়া হবে। একটিভ করে দেওয়ার পর কোন থিম বা প্লাগিন পরির্বতন করে দেওয়া হবে না। প্রতিটি ডোমিন এর জন্য চার্জ প্রযোজ্য।
আপনাকে লাইসেন্স দেওয়া হবে না। শুধুমাত্র একটিভ করে দেওয়া হবে। আপনি লাইভ একটিভ করে দিবো,তখন আপনি সরাসরি দেখতে পারবেন। আমাদের প্রতিটি থিম ও প্লাগিন অফিসিয়ালভাবে ক্রয় করা হয়েছে। আমাদের এজেন্সী প্যাকেজ ক্রয় করা আছে। তাই আমরা আপনাকে সুলভ মূল্যে আপনাকে থিম ও প্লাগিন গুলো দিতে পারি। আপনি ওয়েবসাইট থেকে সর্বোচ্চ ১ বছরের মধ্যে ১ বার একটিভ করে নিতে পারবেন। যদি এর পর আবার ও একটিভ করে নিতে চান তাহলে আপনাকে আবার 100 টাকা অতিরিক্ত পেমেন্ট করে আবার পুরাতন ডোমিন এ একটিভ করে নিতে পারবেন। ডোমিন এর টা সাব ডোমিন কিংবা অন্য কোন ডোমিন এ ব্যবহার এর সুৃযোগ নেই।

আপনাকে প্রতিটি ওয়েবসাইট এর জন্য একটিভ করে নিতে হবে। যদি আপনি কোন থিম ও প্লাগিন আপডেট সংকান্ত সমস্যা হয়,সেটা সমাধান করে দেওয়া হবে। কিন্তু ডিজাইন সংকান্ত কোন সমস্যা বা বাগ ফিক্স করে দেওয়া হবে না।

গুগল মিটে ওয়েবসাইট শেযার করার পূর্বে আপনার পিএইচপি ভার্সন কমপক্ষে ৭.৪ করে নেন এবং আপলোড লিমিট কমপক্ষে ৩২ এমবি করে রাখুন।

Post a Comment